মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

শাহবাগসহ তিন এলাকায় বিজিবি মোতায়েন    ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ কারাগারে : ভারত সরকারের প্রতিবাদ     বাংলাদেশ সফরে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান    বশেমুরবিপ্রবিতে চলেছে পরিচ্ছন্নতা অভিযান     কোভিড কর্মসূচির ঋণ নিয়ে যুক্তরাষ্ট্রে ৩ বাড়ি কেনার অভিযোগ বাংলাদেশির বিরুদ্ধে    হিজবুল্লাহর সাথে যুদ্ধ বিরতির সিদ্ধান্ত : লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১     আইপিএলে দল পাননি ইতিহাসের সেরা অনেক তারকা ক্রিকেটার   
শেরপুরে পাকা ধান কাটার আগেই শেষ করে দিচ্ছে বন্যহাতি
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৪:২১ অপরাহ্ন

হেমন্তের বাতাসে চলতি মৌসুমের আমন ধান পাকতে শুরু করেছে। এই সপ্তাহের মাঝামাঝি কাটা শুরু হবে এই ধান। পাকা ধান কাটার আগেই শেষ করে দিচ্ছে বন্যহাতির দল। হাতির পায়ে পিষ্ট হয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন। 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাটা, তালতলা, ফেকামারি, খলচান্দা, আন্ধারুপাড়া ইত্যাদি এলাকায় বন্যহাতির তান্ডব থামছেই না। প্রতি রাতেই ছোট বড় ৫০-৬০ টি বন্যহাতি, আলাদা বা একত্রে এসব এলাকায় তান্ডব চালাচ্ছে। খেয়ে বা পা দিয়ে পিষ্ট করে নষ্ট করছে আমন ধানের ফসল। আতংকে দিন কাটাচ্ছে সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বসবাসরত সাধারণ কৃষকরা।

বনবিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যে এসব এলাকার প্রায় ২০ একর জমির আমন ধান হাতি নষ্ট করে ফেলেছে।

স্থানীয়রা জানায়, সারাদিন পাহাড়ে থাকলেও সন্ধ্যা হলেই বন্যহাতির দল সমতলে নেমে আসে। আমন ধান থেকে শুরু করে কোন কিছুই নষ্ট করতে বাকি রাখে না বন্যহাতির দল। বাঁধা দিতে গেলে আক্রমন করে মানুষের উপর। আগে মশাল দেখে ভয় পেলেও এখন মশাল দেখলে তোড়ে আসে বন্যহাতির দল। সরকারের দেওয়া সোলার ফেন্সিং রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

পানিহাটা গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুস সোবহান, নুর মোহাম্মদ, আমালতাসহ অনেকেই জানান, পাহাড়ে হাতির খাবারের অভাব। তাই হাতিগুলো নেমে আসে ফসলের মাঠে। ফসল শেষ হলে তাণ্ডব চালাবে বাড়িঘরে। আগে বন্যহাতির আক্রমণ শুরু হলে হাতি তাড়াতে মশাল জ্বালাতে সরকারিভাবে তেল সরবরাহ করা হতো। এখন কেউ এগিয়ে আসে না। ফসল রক্ষার্থে সরকারি সহযোগিতা ও হাতি মানুষ দ্বন্দ্বের অবসান চান তারা।

ময়মনসিংহ বনবিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমার এলাকায় আট একর ও গোপালপুর বিটে ১০-১২ একর জমির আমন ধান বন্যহাতির তাণ্ডবে বিনষ্ট হওয়ার খবর পেয়েছি। ফসলের ক্ষতি যাতে কমিয়ে আনা যায়- আমরা এলিফেন্ট রেসপন্স টিমের মাধ্যমে এলাকাবাসীর সঙ্গে মাঠে কাজ করছি। এছাড়া ক্ষতিগ্রস্তদের বন বিভাগের নির্ধারিত ফরমে সহযোগিতা পাওয়ার জন্য আবেদন করার আহবান জানিয়েছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft