প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ১০:২২ অপরাহ্ন
‘নিরাপদ সড়কের নিশ্চয়তায় ‘সাবধানে চালাব গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার পিেেরাজপুরে ট্রাফিক সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় পিরোজপুর সদর উপজেলা চত্বরে জেলা পুলিশের উদ্যোগে এক অনুষ্ঠানে পুলিশ সুপার (এসপি) খাঁন মুহাম্মদ আবু নাসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে মোটর সাইকেল যাত্রীদের জন্য হেলমেট, ফার্স্ট এইড বক্স ও সুপেয় পানি বিতরণ করা হয়।
এর আগে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে সদর উপজেলা চত্বরের আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা চাই একটা নিরাপদ সড়ক। নিরাপদ সড়ক পেতে সবাইকে সচেতন হতে হবে। বেপরোয়া গাড়ি চালানো যাবেনা, যত্রতত্র ওভারটেকিং থেকে বিরত থাকতে হবে। মোদ্দা কথা সকলকে ট্রাফিক আইন মেনে চলতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- এসপি আবু নাসের, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খান, বিআরটিএ পরিদর্শক মেহেদী হাসান ও ট্রাফিক ইন্সপেক্টর মোঃ সাইফুর রহমান চৌধুরী।