প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ১০:১৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিনটি অবৈধ ইট ভাটা অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার কয়লাদিয়াড় এলাকায় স্থাপিত ইট ভাটাগুলো অপসারণ করা হয়। তবে ওই এলাকার আরো দুটি ইটভাটা অপসারণের দাবিতে এলাকাবাসী নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামসহ অন্যান্যদের অবরুদ্ধ করে রাখেন।
এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কলয়াদিয়াড় এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় লাইসেন্স না থাকায় স্মার্ট ব্রিকস এবং সনি-১ ও সনি-২ নামে তিনটি ইটভাটা ভেঙে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলার সময় সেখানে উপস্থিত হয়ে এলাকার কয়েকশ মানুষ আরো দুটি ইটভাটা অপসারণের দাবি জানান।
এ নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ওই দুটি ইট ভাটা নিয়ম অনুযায়ী পরবর্তীতে অপসারণ করা হবে বলে জানান। এক পর্যায়ে এলাকাবাসী নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্যান্যদের অবরুদ্ধ করেন। বেলা ১ টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত তারা অবরুদ্ধ ছিলেন বলে জানান স্থানীয়রা। পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, ওই এলাকায় ৫টি ইট ভাটা রয়েছে। সেগুলো বন্ধের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। আজ সোমবার অভিযানে গিয়ে তিনটি অপসারণ করা হয়। এসময় এলাকাবাসী বাকী দুটি অপসারণের দাবি জানালে তাদের বোঝানো হয়। কাগজপত্র যাচাই-বাছাই করে ত্রুটি পেলে বাকী দুটিও অপসারণ করা হবে বলে জানান তিনি।