প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৪:০৫ অপরাহ্ন
শেষ হলো গোপালগঞ্জের কোটালিপাড়ায় লক্ষী পূজা উপলক্ষে বীল বাঘিয়ায় আয়োজিত ৩ দিন ব্যাপি ঐতিহ্যবাহী নৌকা বাইচ। গত শুক্রবার শুরু হয়ে গতকাল রবিবার শেষ হয় এ নৌকা বাইচ। বাইচ উপলক্ষে কালিগঞ্জ নদীর দু পাড়ে ছিলো দর্শকদের উপচেপড়া ভিড়। আইন শৃংখলা পরিস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। দর্শক সমাগম ঠিক থাকলেও বিগত বছর গুলোর ন্যায় চোখে পড়েনি বাছাড়ি নৌকা। এমনটাই জানিয়েছেন বাইচ দেখতে আসা একাধীক দর্শক শ্রোতা।
তারা বলেন, ছোট বড় ৮/১০ টি বাছাড়ি দিয়েই চলে এ বছরের বাইচ। যেখানে গত বছরও অর্ধ শতাধীক বাহারী নৌকার আগমন ঘটেছিলো এই নদীতে। দূর দূরান্ত থেকে আসা দর্শকদের মনের খোরাক মেটাতে পারেনি এ বছরের বাইচ।
নরেশ বাড়ৈ, জীবন মজুমদার, রীতা বাইন, প্রভাশ বিশ্বাস সহ অসংখ্য বাইচ প্রেমী বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারনে মানুষের মনে শান্তি নেই, তাই এ বছর বাইচে তেমন কোনো আনন্দ উপভোগ করতে পারিনি আমরা।
এ বিষয়ে কলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ বীজন বিশ্বাস বলেন, কালিগঞ্জের নৌকা বাইচের কোনো আয়োজক নেই, নৌকা মালিকরা নিজ থেকেই সতঃস্পূর্তভাবে বাইচে অংশগ্রহন করে, এ বছর কি কারনে আগের মত নৌকা আসেনি তা আমার জানা নেই।