প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৪:০২ অপরাহ্ন
নওগাঁ আস্তান মোল্লা কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূনীতির অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গনে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও শিক্ষক-কর্মচারীবৃন্দ এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সম্মেলনে কলেজের পদত্যাগকারী অধ্যক্ষ মাহবুবুল ইসলামের দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও আর্থিক অনিয়মের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করা হয়।
এসময় সংবাদ সম্মেলনের কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহিনা আক্তার লিখিত বক্তব্য পাঠ করেন এবং অধ্যক্ষ মাহবুবুল ইসলামের দায়িত্বহীন, অদক্ষ, অনভিজ্ঞ, স্বেচ্ছাচারী ও সীমাহীন দুর্নীতির কারণে এবং অফিসের আলমিরার চাবি না দেওয়ার কারণে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের যে অপূরনীয় ক্ষতি হচ্ছে তার ফিরিস্তি তুলে ধরেন। অধ্যক্ষের কক্ষে নির্মাণ করা গোপন ঘরের আলমিরার চাবী হস্তান্তর না করার কারণে আলমিরাতে সংরক্ষণ করে রাখা শিক্ষার্থীদের সনদপত্র, শিক্ষক নিয়োগ সংক্রান্তসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে প্রশাসনের চাপে পড়ে মাহবুবুল ইসলাম এসে কিছু কাগজপত্রাদি বের করে দিলেও কলেজের রেজুলেশন বই না দেওয়ার কারণে তা নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই শিক্ষার্থী, শিক্ষক ও কলেজের গুরুত্বপূর্ন কাগজপত্রাদি উইপকো নষ্ট করেছে। তাই দ্রুতই আলমিরার চাবী ফেরতসহ মাহবুবুল ইসলামের সকল অপকর্মের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়। তা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদান করা হয়।
এসময় কলেজের সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন। নিজেকে এখনোও কলেজের অধ্যক্ষ হিসেবে দাবী করে মাহবুবুল ইসলাম মুঠোফোনে জানান, যে তার বিরুদ্ধে করা এমন অভিযোগ সম্পূর্ন মিথ্যে, বানোয়াট ও ভিত্তিহীন।