মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ   
মানিকগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখমকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
মা‌নিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ অক্টোবর, ২০২৪, ৩:২৯ অপরাহ্ন

মানিকগঞ্জে বালু ব্যবসাকে কেন্দ্র করে ব্যবসায়ীসহ কয়েকজনকে কুপিয়ে জখমকারী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আনোয়ার হোসেন আনুসহ তার অনুসারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন পালিত হয়েছে।

আজ রোববার দুপুরে ভাড়ারিয়া বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজনে এলাকার চিহৃত চাঁদাবাজ ও সন্ত্রাসী আনোয়ার হোসেন আনু, রনি মিয়া ও সুমন মিয়াসহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন পালিত হয়েছে। মানববন্ধন শেষে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা।

এসময় মানববন্ধনে ভুক্তোভোগী ব্যবসায়ী ইউসুফ আলী, সোহাগ মিয়া, ইদ্রিস আলী ও মনির হোসেনসহ এলাকাবাসী বক্তব্য রাখেন।

উল্লেখ্য, বালু ব্যবসাকে কেন্দ্র করে গত বুধবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া বাজারে বালু ব্যবসায়ী ইব্রাহিম আহমদে (২৫), জয়নাল আবেদিন (৩০), সালমান হোসেন, ই্উসুফ আলী ও সায়মন হোসেনের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় হরিরামপুরের বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু ও স্থানীয় ছাত্রদলের সাবেক নেতা নজরুল ইসলাম, রনি মিয়া, তুহিন মিয়া ও সুমন মিয়াসহ কয়েকজন। এবং দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ভাড়ারিয়া বাজারে হামলা চালিয়ে দোকানঘর ভাঙ্গচুর করেন তারা। খবর পেয়ে যৌথ বাহিনীসহ মানিকগঞ্জ সদর ও হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। হামলায় জড়িত থাকায় আনোয়ার হোসেন আনু, নজরুল ইসলাম, রনি মিয়া, তুহিন মিয়া ও সুমন মিয়াকে আটক করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft