মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ   
নাটোরে ট্রাকের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ অক্টোবর, ২০২৪, ২:২৮ অপরাহ্ন

নাটোর শহরের মাদ্রসা মোড়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় সুমন আহমেদ(৩২) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক চালক সজিব হোসেনকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার(১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের মাদ্রসা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন আহমেদ ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এবং তিনি নাটোরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মাদ্রসা হয়ে বাড়ি ফিরছিলেন সুমন আহমেদ ও তার স্ত্রী। এসময় সিংড়া থেকে আসা দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক তাদের দুইজনকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ব্র্যাংক ব্যাংকের ব্রাঞ্চ ক্যাশ অফিসার সুমনের মৃত্যু হয়। এসময় ওই ব্যাংক কর্মকর্তার স্ত্রী গুরুতর আহত হন। এসময় ট্রাকটি অপর একটি সিএনজিকে সামনে থেকে সজোরে ধাক্কায় দেয়। এতে সিএনজির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস আসেন। এসময় উচ্ছুক জনতা ট্রাকের চালককে আটক করে পুলিশ দেয়। নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্ত্রীকে আশঙ্কাজনক ভাবে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.মাহবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মাদ্রসা মোড় থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক চালকসহ ট্রাকটি আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft