প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৪:৫৪ অপরাহ্ন
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ ও মোহনগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় গফরগাঁও রেলওয়ে স্টেশন-সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অমিত।
তিনি বলেন, ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রেলপথের যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিকল ইঞ্জিনটি সরিয়ে নিতে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে যাচ্ছে। তবে এই রেলপথের চলাচল স্বাভাবিক হতে আরও ঘণ্টাখানেক সময় লাগবে। আপাতত ঢাকা-ময়মনসিংহ ও মোহনগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে ১৭ অক্টোবরেও গফরগাঁও রেলওয়ে স্টেশনে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনার টানা তিন ঘণ্টা পর ট্রেনটি ময়মনসিংহ উদ্দেশ্য ছেড়ে যায়।