মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস    বৃদ্ধ মজিদের জমি দখল করে কলেজ ক্যাম্পাস নির্মাণ    হাতিয়া ও সোনারগাঁওয়ে ডাকাতির ঘটনায় ২২ জন গ্রেপ্তার    ঘোষণা দিয়ে মাহাবুবুর মোল্লা কলেজে ভাংচুর ও লুটপাটের তাণ্ডব: আহত ৪২    কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬-তম আসরের উদ্বোধন    কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের    ১৮১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনশেষ বাংলাদেশের   
বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশনের শ্রমিকদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৯:৪২ অপরাহ্ন

চাঁদা দিতে অস্বীকার করায় সংগঠনের সুনাম নষ্ট করার হুমকি দেয়া ওপরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ও ভুয়া সংবাদ পরিবেশন করে। এ ঘটনার প্রতিবাদে এই অপসাংবাদিকতার তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নেতা-কর্মীরা।

গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও জাতীয় তৃণমূল শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম খান। বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার ফারিন, সহ-সভাপতি শাহান শাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল, মিডিয়া বিষয়ক সম্পাদক সিদ্দিকুল ইসলাম রিপন, সহ-সাধারণ সম্পাদক সবুজ মিয়া, কার্যনির্বাহী সদস্য মোঃ বেলাল হোসেন প্রমূখ।

মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, গত ১২ অক্টোবর গাজীপুরের হোতাপাড়ায় অবস্থিত সাফা সোয়েটার লিমিটেডের ২-এর শ্রমিকরা পূজার ছুটি দুই দিন চেয়ে আবেদন করে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিকরা তাদের সংগঠনের ভবানিপুর কার্যালয়ে সহযোগিতা চাইলে সংগঠনের পক্ষ থেকে মালিকপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে মিমাংসা করতে গত ১৪ অক্টোবর শ্রম আইনের ২৬ ধারায় টার্মিনেশন বেনিফিট ভবানিপুরে অবস্থিত সাফারি পার্ক রেস্টুরেন্টে বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ ৮৬ জন শ্রমিকের যাবতীয় পাওনাদি বুঝিয়ে দেয়। এই বিষয়টিকে পুঁজি করে স্থানীয় কিছু সাংবাদিক পরিচয়ধারী তাদের সংগঠনের নেতৃবৃন্দের কাছে মোটা অংকের চাঁদা দাবী করেন। তাদেরকে চাঁদা দিতে অস্বীকার করায় তারা তাৎক্ষণিক নেতৃবৃন্দকে সংগঠনের কার্যক্রম কিভাবে চলে তা দেখে দেয়া ও সুনাম ক্ষুন্ন করার হুমকি প্রদান করেন। পরে তারা কয়েকটি গণমাধ্যমে মিথ্যা ও ভুয়া তথ্য দিয়ে মনগড়া সংবাদ পরিবেশন করেন। এতে করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় তাদের এই অপসাংবাদিকতার তীব্র নিন্দা জ্ঞাপন করেন বক্তারা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft