বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
কুড়িল বিশ্বরোডে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৪:১৮ অপরাহ্ন

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর কুড়িল বিশ্বরোডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। তাদের বিক্ষোভের কারণে বাড্ডা-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়েছে আশপাশের সড়কগুলোতেও। 

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা পৌনে ১টার দিকে কয়েকশ শ্রমিক সড়ক অবরোধ করেন।

ভাটারা থানার সহকারী উপরিদর্শক (এএসআই) মো. ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘আমরা সড়ক ক্লিয়ার করার চেষ্টা করছি।’

জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে ইউরো গার্মেন্টসের কয়েকশ শ্রমিক সড়ক অবরোধ করেছেন। তারা বকেয়া পরিশোধসহ বিভিন্ন দাবি দাওয়া তুলে স্লোগান দিচ্ছেন।

দুপুর ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এএসআই ফয়সাল বলেন, ‘শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। তাদের সড়ক থেকে সরিয়ে দিতে সহকারী কমিশনার এবং ওসি ঘটনাস্থলে গেছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’

এদিকে শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে বাড্ডা-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এই সড়কে চলা পরিবহনের যাত্রীরা। গাড়ি দীর্ঘ সময় আটকে থাকায় অনেকে নেমে বিকল্প উপায়ে নিজ নিজ গন্তব্যে রওয়া হচ্ছেন। আবার কেউ হেঁটেই যাচ্ছেন গন্তব্যে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft