প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৩:৪৬ অপরাহ্ন
কুড়িগ্রামের রাজারহাটে দুর্গাপূজার মন্ডপে হামলা করতে এসে আনসার সদস্যদের হাতে এক যুবক আটক হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিমদেবত্তর কালীরপাট দুর্গা মন্দিরে।
রাজারহাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
কালীরপাট দুর্গা মন্দিরে পূজা উদযাপন কমিটির সভাপতি তপন চন্দ্র রায় জানান, বুধবার রাত আনুমানকি সাড়ে ১১টার দিকে মন্দিরের পিছনে ৫- ৬ জন যুবক বাঁশ ও কাঠের লাঠি নিয়ে এসে মন্দিরে হামলা চালান এবং ইট-পাটকেল দিয়ে ঢিল ছুঁড়তে থাকেন। এতে মন্দিরে অবস্থানকারী ভক্তরা আতংকিত হয়ে পড়েন। মন্দিরে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের নিয়ে যুবকদের ধাওয়া করে মোহাম্মদ নুরুজ্জামান (২৬) নামের এক যুবককে ঘটনাস্থলে আটক করা হয়।
এসময় আরো ৪ যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
আটককৃত যুবক উপজেলার পশ্চিম দেবত্তর গ্রামের মোহাম্মদ ওসিউজ্জামানের ছেলে।
খবর পেয়ে দ্রুত সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসেন। রাতেই ওই যুবককে পুলিশের কাছে সোর্পদ করা হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, আটক যুবক পূজামন্ডপে ঢিল মারার কথা স্বীকার করেছেন। তার সাথে থাকা অপর ৪ যুবকের নামও বলেছেন। এ ঘটনায় রাজারহাট থানায় মামলা হয়েছে। অপর যুবকদের আটক করতে পুলিশের অভিযান চলছে। ওই মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।