মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭   
রৌমারীতে বন্যার পানি কমলেও বাড়ছে দুর্ভোগ
রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৪:৩৯ অপরাহ্ন

বন্যার পানি কমার সাথে সাথে দূর্ভোগে পড়ছে এলাকাবাসি। গত সোমবার থেকে ভারতের পাহাড়ী ঢলে রৌমারী উপজেলার সীমান্তবর্তী এলাকার নিম্নাঞ্চল এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে। এতে পাকা-কাচা রাস্তার কাদা ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় দূর্ভোগে পড়েছে প্রায় ২০টি গ্রামের মানুষ। 

পানিবন্দি এলাকার মানুষ হাটু পানি ভেঙ্গে হাট-বাজারসহ গন্তব্যস্থানে যেতে হচ্ছে। অপরদিকে যানবাহন চলাচল বন্ধ থাকায় কমলমতি শিক্ষার্থীরাও যেতে পারছে না তাদের স্কুলে। কৃষকের রোপা আমন ধান জেগে উঠলেও বেশিভাগ ফসল ক্ষতির সম্ভবনা রয়েছে। মাসকলাই, বাদাম, মরিচ ও শাকসবজিসহ অন্যান্য ফসল সম্পর্ণ ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। দেখা দিয়েছে গো-খাদ্যের তীব্র সংকট।

বোরাক চালক গোলজার হোসেন বলেন, বন্যার পানি বাড়ার সাথে সাথে রাস্তাগুলো পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বন্ধ হয় এবং আমার গাড়িটি বাড়িতে আটকা পড়ে। পানি শুকালেও রাস্তা এখনও ভালো হয়নি। তাই কয়েকদিন থেকে আমার বোরাক গাড়িটি বন্ধ রয়েছে। ভাড়া চালাতে না পারায় পরিবার নিয়ে খুব কষ্টে আছি। আমি সরকারি-বেসরকারি কোন সহায়তা পাইনি। স্কুল শিক্ষার্থী রেজওয়ানুল হক জানায়, পানি কমলেও স্কুলে যেতে পারছি না। কারন পানি কম হওয়ায় নৌকাও চলে না বা পায়ে হেটেও যাওয়া সম্ভব না।

নতুনবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সোনালী বেগম বলেন, বন্যার পানি কমলেও রাস্তা ভাঙ্গা ও কাদা পানি রয়েছে। তাই শিক্ষার্থীরা আসতে পারছেনা। কয়েকদিন থেকে স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল। এখন আবার দিনে দিনে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে।

বাওয়ার গ্রামের হাবিবুর রহমান বলেন, বন্যার পানিতে আমার বাড়ির পার্শে রাস্তাটি ভেঙ্গে যাওয়ার চলাচলের খুবই কষ্ট হচ্ছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, গত দুইদিন থেকে পানি দ্রুত কমতে শুরু করেছে। আশা করি মাত্র কয়েকদিনের মধ্যে পানি শুকিয়ে যাবে এবং ফসলও জেগে উঠবে। তবে ফসলের কিছুটা ক্ষতি হতে পারে।

উপজেলা প্রকৌশলী মুনছুরুল ইসলাম জানান, আকস্মিক বন্যায় গ্রাম এলাকার রাস্তাগুলো আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ রাস্তার তালিকা করে উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft