বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
বাকেরগঞ্জে যুবককে হত্যা চেষ্টায় মামলা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৪:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৫:৩২ অপরাহ্ন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার রুনশি ১ নং ওয়ার্ডের মো: মেনাজ উদ্দিন হাওলাদারের পুত্র মো: রাসেল হাওলাদার (৩০) কে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় প্রতিপক্ষরা। গত ২৯ সেপ্টেম্বর রাত ১০ টায় এই হামলার ঘটনা ঘটে। 

এবিষয়ে বাকেরগঞ্জ থানায় ১ অক্টোবর রাসেল হাওলাদারের স্ত্রী আবেদা বেগম ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। থানায় মামলা হওয়ার ৫ দিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। উল্টো এই মামলার আসামিরা থানায় মামলা করার কারণে মামলার বাদি পক্ষকে বিভিন্ন রকম হুমকি দিয়ে আসছে। 

মামলা সুত্রে জানা যায়, রাসেল হাওলাদার সাথে প্রতিবেশী মো: মিরাজ হাওলাদার ও রোকন হাওলাদারের সাথে দীর্ঘদিন থেকে বিরত চলে আসছে। দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে রাসেল হাওলাদার বাদী হয়ে এর আগে আদালতে মিরাজ ও রোকন হাওলাদারের বিরুদ্ধে আদালতে মামলাও করেছিলেন। আদালতের সেই মামলা রাসেল হাওলাদারকে তুলে নিতে প্রতিপক্ষরা দীর্ঘদিন থেকে হুমকি দিয়ে আসছিল।

এরই ধারাবাহিকতায় গত ২৯ সেপ্টেম্বর রাত ১০ টায় রাসেল তার বাড়ি ফেরার পথে দুর্বত্তরা রাসেলের উপরে হামলা চালায়। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে কোপ দেয়। হামলায় রাসেল হাওলাদার অজ্ঞান হয়ে পড়লে হামলাকারী রাসেলকে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে রেখে যায়। 

রাসেল হাওলাদারে স্ত্রী আবেদা বেগম জানান, আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে ওরা হামলা করেছিল। হামলা ঘটনায় মামলা হলেও পাঁচ দিনে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এখন মামলা করে আমরা আরো বড় বিপদে পড়েছি। আসামিরা প্রকাশ্যে ঘুরছে। এখন আমাদেরকে বিভিন্ন রকম হুমকি দিয়ে আসছে। আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। 

তিনি আরো বলেন, আমার স্বামী এখন বরিশাল শেরে বাংলা মেডিকেলে ভর্তি রয়েছেন ।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোস্তফা জানান, রিয়াজ হাওলাদারের উপর হামলা ঘটনায় একটি মামলা নেয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করে যাচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft