প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৮:১৭ অপরাহ্ন
ঢাকার উত্তরার দক্ষিণখানে বৃষ্টির মধ্যে বন্ধুদের সঙ্গে খেলতে বের হওয়া এক তরুণের মরদেহ পাওয়া গেছে পুকুরে। আজ শুক্রবার সকালে দক্ষিণখানের তোফাজ্জল চেয়ারম্যানের বাড়ির সামনের পুকুর থেকে লাশ উদ্ধারের কথা জানান দক্ষিণখান থানার এসআই জাহাঙ্গীর আলম।
মো. সাকিব (১৮) নামে ওই তরুণ এ বছর মাইলস্টোন স্কুল ও কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেন। তার বাবা নুরুল আমিন বকুল ব্যবসায়ী।
পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাতে এসআই জাহাঙ্গীর আলম বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টির মধ্যে বন্ধুদের সঙ্গে খেলার জন্য বাসা থেকে বের হন সাকিব। এরপর থেকে তার খোঁজ মিলছিল না।
“স্থানীয়রা রাস্তার পাশের ওই পুকুরটিতে বৃষ্টির সময় কিছু কিশোর-তরুণকে গোসল করতে দেখেছে। খেলা শেষে মাঝেমধ্যেই ওই পুকুরে দলবেঁধে কিশোররা গোসল করত।”
সাকিবের শরীরে ‘কোনো দাগ নেই’ জানিয়ে তিনি বলেন, “প্রাথমিকভাবে এটাকে হত্যাকাণ্ড মনে হচ্ছে না। তবে আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি, তদন্তের পর আরও বিস্তারিত বলা যাবে।”
সাকিবের মায়ের চাচা মো. ফয়সাল বলেন, “আমরা এটিকে হত্যাকাণ্ড মনে করছি না, এটা দুর্ঘটনা হতে পারে। ও মাঝেমধ্যেই ওই পুকুরে গোসল করতে যেত। বৃহস্পতিবারও সেখানে গিয়ে হয়ত দুর্ঘটনাবশত মৃত্যু হয়েছে।”