মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪ ২৭ কার্তিক ১৪৩১
 

প্রেমিকার দেওয়া নুডুলস খেয়ে প্রেমিকের মৃত্যু    লকাতায় এক ঝাঁক তারকার মধ্যমণি হয়ে উঠলেন শাকিব    শান্ত গাজীপুর শিল্পাঞ্চল, কাজে ফিরেছেন শ্রমিকেরা    বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো ঠিক হয়নি: রিজভী    গাজায় সম্মুখযুদ্ধে ইসরায়েলের আরও ৪ সেনা নিহত    হাসিনাকে গ্রেপ্তারে রেড নোটিশ জারির বিষয়ে আইজিপিকে চিঠি    ‘ওয়েস্ট ইন্ডিজ সফর কঠিন হবে’, আগেই জানিয়ে রাখলেন সিমন্স   
মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০৫ অপরাহ্ন

ভারতে বিজিবি নেতা কর্তৃক বিশ্বনবী মোহাম্মদ (সা:) ও ইসলাম নিয়ে কটুক্তি করার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে মুসলিমরা।

আজ শুক্রবার জুমার নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদ মোড় থেকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে সর্বস্তরের মুসলিমদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল বোর হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মার্কেটের সামনে পথসভায় মিলিত হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় বক্তারা বলেন, বিশ্বনবী মোহাম্মদ (সা:) ও ইসলাম নিয়ে কটুক্তি করার জন্য প্রতিবাদ ও তিব্র নিন্দা জানাই। শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় নেতা নয় বিশ^নবী মোহাম্মদ রসুল (সা:) বিশ্ব মানবতার শান্তির অগ্রদূত। তিনি মুসলমানদের প্রাণ। তিনি সকল পথভ্রষ্ট মানুষদের জন্য শান্তির ধর্ম ইসলাম নিয়ে এসেছিলেন। তার চরিত্রে কোন রকম কালিমা নেই, কিন্ত তাকে ও ইসলামকে নিয়ে ভারতে বিজিবি নেতা যে কটুক্তি করেছে তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা’না হলে বিশ্বের সমস্ত মুসলিম এক হয়ে ভারতে বিজিবি নেতা তথা ভারতকে প্রতিহত করবে।

পথসভায় বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা ইয়াহিয়াহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft