প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২৯ অপরাহ্ন
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালের নানা অনিয়মে এলাকাবাসী ডাক্তারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন। এতে পাল্টা পাল্টি অভিযোগ তুলেছে। ডাক্তারদের দুটি সিন্ডিকেট পক্ষের কারনে সাধারন মানুষেরা ভোগান্তিতে পড়েছে। দুই পক্ষের বিরোধে উপজেলার স্বাস্থ্যখাতের অবনতি হয়েছে। নানা অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাসপাতালের সামনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়ের অপসারণের দাবিতে স্থানীয় লোকজন ব্যানার, ফেস্টুন নিয়ে মানববন্ধন করছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘করোনাকালীন সময়ে হাসপাতালে ১৫-২০ জন স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ওই স্বেচ্ছাসেবকদের জন্য মাথাপিছু ৫৮ হাজার করে সম্মানীর টাকা বরাদ্দ করে সরকার। বর্তমান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শর্মী রায় ওই টাকা স্বেচ্ছাসেবকদের না দিয়ে আত্মসাৎ করেছেন’। এছাড়া তিনি রাজনৈতিক প্রভাবখাটিয়ে নিজ শ্বশুরালয় দীর্ঘদিন উপজেলা হাসপাতালে দাপুটের সাথে চাকুরী করছেন। তিনি হাসপাতালে সময় না দিয়ে ক্লিনিক নিয়ে ব্যাস্থ থাকেন। নিজেই সরকারী ডাক্তার হয়ে