প্রকাশ: রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২৫ অপরাহ্ন
নাটোর পৌরসভার সাবেক কাউন্সিলর মো: আরিফুর রহমান মাসুমের বাড়িতে অভিযান চালিয়ে ২৫ রাউন্ড শট গানের তাজা বারুদ, তিনটি চাকু, ৪টি স্কোপসহ দেশী অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। পরে সাবেক ওই কাউন্সিলর থানায় এসে আত্মসমর্পণ করেন।
আজ রোববার (৮ সেপ্টেম্বর) ভোরের শহরের নিচাবাজার এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ওই কাউন্সিলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদের জন্য আনা দুইজন ব্যক্তিরা হলেন- সাবেক কাউন্সিলর মো. আরিফুল রহমান মাসুমের ছোট ভাই জিল্লুর রহমান সবুজ এবং খন্দকার শামস জেসমিন কেয়া।
পুলিশ জানায়, নাটোরে বিভিন্ন এলাকায় যৌথবাহিনী অভিযান কার্যক্রম চলমান রয়েছে। আজ ভোরে শহরের নিচাবাজার এলাকায় অবস্থিত সাবেক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান মাসুমের বাড়িতে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এসময় ওই বাড়ি থেকে ২৫ রাউন্ড শট গানের তাজা বারুদ, তিনটি চাইনিজ টিপ চাকু, ৩ রাউন্ড খালি খোসা, ৪টি অস্ত্রের স্কোপ, ৩টি অস্ত্রের বাটসহ একটি গুলতি অস্ত্র উদ্ধার করে। এসময় পুলিশ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পরবর্তীতে সাবেক কাউন্সলির মাসুম থানায় এসে আত্মসমর্পণ করলে দুইজনের মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
নাটোর সদর থানার কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, যৌথবাহিনী অভিযান চালিয়ে সাবেক কাউন্সিলের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করেন। এসময় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানা নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে সাবেক কাউন্সিলর মাসুম থানায় এসে আত্মসমর্পণ করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।