বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
সোনারগাঁয়ে মাজার গুঁড়িয়ে দিলো দুর্বৃত্তরা, এলাকাবাসীর ক্ষোভ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর গজারিয়াপাড়া এলাকায় আজিজ শাহ্‌ মাজার গুঁড়িয়ে দিলো দুর্বৃত্তরা। গত শুক্রবার দুপুরে মাজারের জিনিসপত্র লুট করে গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুম্মা নামাজের পরে ২০/২২ জন বহিরাগত লোক এসে হামলা চালায়। হামলার সময় মাজারে থাকা কয়েকজন লোক আহত হয়। 

জানা যায়, এই ঘটনার পরে আবু সিদ্দিক নামে এক ব্যক্তি শুক্রবার রাতেই সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী আবু সিদ্দিক জানায়, তারা কোন আইনে মাজার ভেঙ্গে দিলো এখানে তো কোনো প্রকার অবৈধ কার্যকলাপ হয় না। তারা আগেও ভাঙচুরের উদ্যোগ নিয়েছিলো পুলিশ প্রশাসনের কারনে ভাঙচুর করার সাহস করেনি। এবার সরকার পতনের পর আইনশৃঙ্খলা বাহিনী নীরব থাকায় সুযোগ বুঝে হামলা চালায়।

স্থানীয়রা জানায়, ১৮ বছর আগে আজিজ শাহ্‌ মারা যান, তার ভক্তরা সেখানে একটি মাজার নির্মাণ করে। তার প্রয়াণ দিবসে সপ্তাহব্যাপী ওরশ মাহফিল হয় সেখানে। এতে বিভিন্ন জেলার শত শত ভক্ত অংশ নিয়ে থাকে। তারা এই হামলার ঘটনায় প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে।

এই বিষয়ে সোনারগাঁ থানার ওসি এম এ বারী বলেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft