প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫৩ অপরাহ্ন
সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচি চলাকালে বিভিন্ন সহিংসতায় নিহতদের স্মরণে এবং আওয়ামীলীগ সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দিনাজপুরের বিরামপুরে ছাত্র জনতার আয়োজনে শহীদি মার্চ কর্মসূচি পালন করা হয়েছে।
ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শহীদি মার্চে ছাত্র জনতার সাথে একাত্মতা প্রকাশ করে সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করেন।
শহীদি মার্চ নিয়ে বিরামপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ছাত্রনেতা বাদশাহ মুহাম্মদ নাজ্জাসী, তন্ময় সাদমান, ফাহিম সরকার, সাব্বির এলাহী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, সুশীল সমাজের সুধিবৃন্দ সহ আরো অনেকে।