বেশি দামে শুকনা খাবার বিক্রি, ব্রাহ্মণবাড়িয়ায় তিন ব্যবসায়িকে জরিমানা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৭:৩৮ অপরাহ্ন
বেশি দামে শুকনো খাবার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার তিন ব্যবসায়িকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার দুপুরে পৌর এলাকার আনন্দ বাজারে চালানো এ অভিযানে তিন ব্যবসায়িকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম জানান, দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয়-বিক্রয় ভাউচার না থাকা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে তিন ব্যবসায়ির প্রত্যেককে সাত হাজার টাকা করে জরিমানা করা হয়। তারা মূলত শুকনো খাবার চাহিদা বাড়ার বিপরীতে বেশি দামে বিক্রি করছিলো। এসময় ব্যবসায়িদেরকে সতর্কও করা হয়।