মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ   
তালতলীতে অবৈধ ও নিষিদ্ধ সুতি জাল ধ্বংস
বরগুনা প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৬:৩৫ অপরাহ্ন

বরগুনার তালতলীতে কৃষকের প্রতিবন্ধকতা দূর করতে ও কৃষিকাজের স্বার্থে স্লুইস গেটে পেতে রাখা সুক্ষ্ম ফাঁসের অবৈধ ও নিষিদ্ধ সুতি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। 

আজ মঙ্গলবার (২০আগস্ট) দুপুরে উপজেলার পচাকোড়ালিয়া বাজার সংলগ্ন স্লুইস ঘাটে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা। এ সময় তার সাথে ছিল মৎস্য অধিদপ্তর কর্মকর্তা কর্মচারীসহ বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ছাত্ররা। এ সময় অবৈধ ও নিষিদ্ধ সুতি জাল পুড়িয়ে দেয়া হয়েছে। 

বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সমন্বয়ক আলভী খান ও রেদোয়ান মৃধা বলেন,একটি প্রভাবশালীমহল দীর্ঘ বছরের পর বছর কৃষিকাজের ব্যবহারের স্লুইসগেটআটকে অবৈধ ও নিষিদ্ধ সুতি জাল দিয়ে দেশীয় প্রজাতির ছোট মাছ মেরে ফেলছে এছাড়া জলাবদ্ধতার সৃষ্টি করে কৃষকের সর্বনাশ করে আসছিল।বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি দ্রুত মোবাইল কোর্টের মাধ্যমে জালগুলো পুড়িয়ে ধ্বংস করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা জানান,কৃষিকাজে কৃষকের প্রতিবন্ধকতাকারীচক্র কৃষকদের ক্ষতি করছে, এছাড়া এ সকল অবৈধ জাল দিয়ে দেশীয় প্রজাতির ছোট ছোট মাছ ধ্বংস করছে।

কৃষিকাজের স্বার্থে স্লুইস গেটে পেতে রাখা সুক্ষ্ম ফাঁসের অবৈধ  জাল সহ মাছ ধরার সরঞ্জামাদি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft