মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭   
৯ দিনেও খুঁজে পাওয়া যায়নি রশিদুল ইসলামকে
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৬:০৬ অপরাহ্ন

নিখোঁজ হওয়া ব্যক্তির নাম মো. রশিদুল ইসলাম, তিনি দিনাজপুর সদর উপজেলার ২ নং সুন্দরবন ইউনিয়নের উত্তর শীবপুর গ্রামের বাসিন্দা। 

পরিবার সূত্রে যানা যায়, তার মানসিক সমস্যা রয়েছে সময়ে ঠিক থাকে আবার অনেক সময়ে ঠিক থাকেনা, পরিবারের লোকসহ এলাকাবাসীরা তাকে চোখে চোখে রাখেন তিনি অত্যন্ত ভালো লোক ছিলেন বলে জানান মইনুল মেম্বারসহ এলাকাবাসী। 

ঘটনাটি ঘটেছে বগুড়ার কলোনি এলাকার হেলথ সিটি ডায়াগনস্টিক সেন্টারে।

গত ১০ আগস্ট ২০২৪ শনিবার আনুমানিক সকাল ১১ টার দিকে ছেলে মো. মোকসেদ আলি ও ভাগনি মোছা.পারভিন চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলেন মো. রশিদুল ইসলামকে। রোগীকে বাহিরের চেয়ারে বসিয়ে ডাক্তারের সাথে কথা বলতে যান মকসেদ আলি ও ভাগনি পারভিন, ডাক্তারের সাথে কথা বলা শেষ করে এসে দেখেন মো. রশিদুল ইসলাম সেখানে নেই। ডায়াগনস্টিক সেন্টারের সিসি টিভি ফুটেজ চেক করে দেখতে পান তিনি গেট থেকে বের হয়ে চলে যাচ্ছেন, এরপর অনেক খুঁজাখুঁজি করেও পাওয়া যায়নি মো. রশিদুল ইসলামকে।

এদিকে বাবাকে হারিয়ে পাগল প্রায় নিখোঁজ হওয়া মো. রশিদুল ইসলামের মেয়ে মোছা. রুমানা ও ভাই হাফিজুর ইসলাম, হন্নে হয়ে খুঁজছেন সব জায়গায়, ইউটিউব, ফেসবুক, পত্রিকা ও মাইকিং করার মাধ্যমে খুঁজছেন মো. রশিদুল ইসলামকে কিন্তু এখনও পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

এ ব্যাপারে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যার নং-৬৪৫ তারিখ ১৪/০৮/২০২৪ যদি কোন সহৃদয়বান ব্যক্তি নিখোঁজ হওয়া মো. রশিদুল ইসলামের সন্ধান দিতে পারলে তাকে পরিবারের তরফ থেকে পুরস্কৃত করা হবে। 

যোগাযোগের নাম্বার সমূহ-

মো. হাফিজুর মোবাইল নং-০১৭৮৩০০৬০৬৩, মোছা. রুমানা মোবাইল নং-০১৩০৭৯৬৪৫৮০।

উক্ত নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন নিখোজ হওয়া মোঃ রশিদুল ইসলামের পরিবার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft