বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা   
সুনামগঞ্জে গণমাধ্যমকর্মী শহীদ নুরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ আগস্ট, ২০২৪, ১০:০২ অপরাহ্ন

দেশের বেসরকারি টিভি চ্যানেল আরটিভি এবং জাতীয় দৈনিক খোলা কাগজের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শহীদ নূর আহমদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও প্রকৃত দোষীদের বিচারের দাবিতে সুনামগঞ্জের শান্তিগঞ্জে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকবৃন্দ ও ছাত্র-জনতা। 

আজ রোববার (১৮ আগস্ট) বিকেল ৪ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলার স্থানীয় পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন করেন তাঁরা।

সাংবাদিক জামিউল ইসলাম তুরানের সভাপতিত্বে এবং সাংবাদিক নোহান আরেফিন নেওয়াজের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার, কূহিনূর রহমান নাহিদ, আলাল হোসেন, সমাজকর্মী সুয়েব আহমদ, অলিউর রহমান ইমরান হোসেন প্রমুখ।

বক্তব্যে বক্তারা বলেন, ‘শহীদ নূর আহমদ একজন বস্তুনিষ্ঠ সাংবাদিক। তিনি সবসময় সত্য বলেছেন, তৎকালীন সরকারের গঠনমূলক সমালোচনা করেছেন। সোচ্চার ছিলেন সরকারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধেও। এসবের কারণে মূলত পরিকল্পিতভাবে তাঁর উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি প্রকৃত দোষীদের খোঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি করছি। সংশ্লিষ্ট কেউ যদি দায়িত্ব পালনে গাফিলতি করেন তাহলে জেলার সকল সাংবাদিকদের নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কর্মী মো. জমির হোসেন, সমাজকর্মী আহমেদ ওসমান, হিমু আহমেদ, সাব্বির আহমদ, জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি তৈয়বুর রহমান, দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি’র সভাপতি ওবায়দুল হক মোনেম, সহ-সভাপতি এনামুল হক হৃদয়, উপদেষ্টা হাসান জকি, সদস্য- জুবায়ের আহমেদ, সজিব আল হাসান, জমির আহমেদ, মাসুদ রানা রাহুল, ইমরানুল হাসান ও রফিকুল ইসলাম সহ আরো অনেকেই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft