প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৭:৪৩ অপরাহ্ন
সিরাজগঞ্জের তাড়াশে লক্ষ্যমাত্রার অতিরিক্ত জমিতে রোপা আমন চাষ শুরু হয়েছে। তাড়াশ কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর ১৩ হাজার ৮৯৬ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত মৌসুমের চেয়ে প্রায় ৬৫২ হেক্টর বেশি।
উপজেলার তালম, বারুহাস, তাড়াশ সদর, মাধাইনগর, নওগাঁ ও দেশিগ্রাম ইউনিয়ন এলাকায় ঘুরে দেখা গেছে, একদিকে চলছে জমি চাষ, আগাছা অপসরণ, বীজতলা থেকে চারা বীজ তোলার কাজ। পাশাপাশি জমিতে লাগানো হচ্ছে চারা। উপজেলার তালম ইউনিয়নের পাড়িল গ্রামের কৃষক আব্দুল লতিফ সরকার বলেন, এ বছর তাড়াশ উপজেলা এলাকায় রোপা আমন ধান লাগানোর মৌসুমে ব্রি ৭৫, ৯০, ৮৭, বিনাধান-১৭ ও ২২ এবং স্বর্ণা, গুটি স্বর্ণা, কাটারিভোগ, রনজিৎ জাতের ধানের আবাদ বেশি হচ্ছে।
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, এরই মধ্যে উপজেলার প্রায় অর্ধেক ফসলি জমিতে রোপা আমন ধানের চাষ শেষ হয়েছে। বাকি জমিগুলোতেও চাষাবাদ চলছে।