প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ১:৩০ অপরাহ্ন
ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারসহ নানা দাবিতে তালতলীতে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। আজ বুধবার (১৪ অগাস্ট) বিকেল ৫ ঘটিকায় শহরের সদর রোডে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মিয়া শামীম আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি'র অন্যতম নেতা ফরহাদ হোসেন আক্কাস মৃধা। মিয়া রিয়াজ উদ্দিন রিয়াজ এর পরিচালনায় এ কর্মসূচীতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সদ্য সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক, হুমায়ূন কবির বাদশা, শাহজাহান মাদবার, জাহাংগীর ঘরামী, ইমরান হোসেন ফোরকান, জসিম উদ্দিন মিঠু, হাবিব খলিফা, আঃ হক, জহিরুল ইসলাম ও রুহুলসেলিম মাতুব্বর, মনির ফরাজি, জাহাঙ্গীর ঘরামী, হালিম, হাবিব খলিফা, হানিফ মোল্লা, শাহিন, রহমান গাজী, নিজাম উদ্দিন, কবির আকন, পান্না মুসুল্লি, ইমাম প্যাদা, খলিল মোল্লা, সান্টু পাটোয়ারী, বাকী শিকদার, শহিদ শিকদার, বাবুল হাং, জাফর মৃধা, কামাল হোসেন, লিটন মোল্লা, নাসির দফাদার আমিন, রাজু ইসলাম সাগর প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ছাত্রদের গণহত্যা, রাজনৈতিক নেতাদের হত্যা, গুম, জুলুম-নির্যাতন ও হামলা মামলার জন্য শেখ হাসিনার ফাঁসি দিতে হবে। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দীর্ঘ ১৭ বছরে জুলুম নির্যাতন, গুম খুনের সাথে জড়িতদের অবশ্যই বিচার করতে হবে।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে ১৫ আগস্ট ছাত্র-জনতার সাথে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরাও রাজপথে থাকবে বলে ঘোষণা দিয়ে অবস্থান কর্মসূচি সমাপ্ত করা হয়।