বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
রাণীনগরে নৌকা ডুবে নিহত ২, আহত ২
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১১ আগস্ট, ২০২৪, ৭:০৯ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে নৌকা ডুবে দুইজন নিহত হয়েছে। এসময় আরো দুইজন আহত হয়েছে। আহতদের রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলার রক্তদহ বিলের রমজান আলীর ঘাটের অদুরে।

হাসপাতালে ভর্তি আহত মৃদুল (২৬)জানান, শনিবার রাণীনগর উপজেলার উত্তর রাজাপুর গ্রামে আত্মীয়ের বাড়ীতে বেড়াতে আসেন। আজ রোববার দুপুরে গোসলের আগে রমজানের ঘাটে দুইটি ডিঙ্গি নৌকায় চরে প্রায় ১২/১৩জন বিলের মধ্যে যাচ্ছিলেন। এসময় ঘাটের অদুরে যেতেই নৌকা ডুবে যায়। এতে তামান্না (১২),রিফাত(১৫), আয়েশা বিবি(২৪), মৃদুলসহ সবাই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে তামান্না ও রিফাতকে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। 

নিহত তামান্না রাণীনগর উপজেলার উত্তর রাজাপুর গ্রামের এমদাদুল হকের মেয়ে এবং রিফাত নওগাঁ সদর উপজেলার চুন্ডিপুর ভোঁপাড়া গ্রামের হেলাল উদ্দীনের ছেলে।

এছাড়া হাসপাতালে ভর্তি আহতরা হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার তারাপুর গ্রামের মৃদুল ও একউ উপজেলার দমদমা গ্রামের দুলালী বিবি (৩৫)। 

রাণীনগর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আতাউর রহমান জানান, নৌকাডুবির ঘটনায় চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।এর
মধ্যে দুইজন হাসপাতালে পৌছার আগেই মারা গেছেন এবং আরো দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন।তবে নিহত দুইজনের মরদেহ পরিবারের স্বজনরা নিয়ে গেছেন বলে জানিয়েছেন এই চিকিৎসক।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, নৌকা ডুবে হতাহতের ঘটনার কথা শুনেছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft