প্রকাশ: রোববার, ১১ আগস্ট, ২০২৪, ৫:৫২ অপরাহ্ন
কুড়িগ্রামের রাজারাহট উপজেলা সদরে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারন শিক্ষার্থীরা। আজ রবিবার সকাল থেকেই উপজেলা সদরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড় গুলোতে যানজট নিরশনে তাদের কাজ করতে দেখা গেছে। পাশাপশি আনছার সদস্যরাও গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্বরত অবস্থায় দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্কাউট, রোভার,বিএনসিসি পোশাক পরে হাতে লাঠি ও বাঁশি নিয়ে ট্রাফিক পুলিশের মতো হাতের ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা। তবে রাস্তায় কোন আইন শৃঙ্খলা বাহিনির সদস্যের উপস্থিতি চোখে পরে নাই।
দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য সাইফুল ইসলাম জানান উপজেলা সদরে তিনটি ধাপে ছয় জন আনসার সদস্য বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন।
রাজারহাট উপজেলা ছাত্র সমন্বয়ক মোঃ আল-মিজান মাহিন ও রাশেদুল ইসলাম জানান, রাজারহাট উপজেলা সদরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
প্রায় ৬০/৭০ জন শিক্ষার্থী পর্যায়ক্রমে পরিস্কার পরিচ্ছন্নতা ও সড়কে যানজট নিরশনে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন।
তারা জানান, ট্রাফিক পুলিশ তাদের দায়িত্বে না ফেরা পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করে যাবেন।