প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ১১:০৫ অপরাহ্ন
জাতীয় দৈনিক জবাবদিহির ফেনী জেলা প্রতিনিধি সাংবাদিক হাসনাত তুহিন এর উপর গত কাল ফেনীর পুলিশ ফাঁড়ির সামনে যুবলীগ ছাত্রলীগ হামলা করেন এবং তার হাত থেকে মোবাইল কেড়ে নেন। হামলায় গুরুতর মাথায় আঘাত পাওয়ায় সহকর্মী সাংবাদিকেরা আহত সাংবাদিক হাসনাত তুহিনকে ফেনীর সদর হাসপাতালে ভর্তি করায়। সাংবাদিক হাসনাত তুহিন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় অসংখ্য সাংবাদিকরা তার শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান এবং হামলার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকের সুস্থতা কামনাসহ দোষীদের বিচার দাবি করেন।
হাসনাত তুহিনকে হাসপাতালে দেখতে যান, বীর মুক্তিযোদ্ধা প্রথম আলোর ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, আরটিভি ও যায়যায় দিন পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি আজাদ মালদারসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়ার প্রতিনিধিগণ।
অন্যদিকে, হাসনাত তুহিন আহত হওয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমদ আবু জাফর তীব্র নিন্দা জানিয়ে তার ব্যক্তিগত ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর ফেনী জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসহাক চৌধুরী খোঁজখবর নিতে গিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জান।
সাংবাদিক হাসনাত তুহিন জানান, সংবাদ সংগ্রহকালে ফেনীর পুলিশ ফাঁড়ির সামনে পুলিশের সাথে কথোপকথনের সময় রামপুর রাস্তা দিয়ে এগিয়ে এসে যুবলীগ ছাত্রলীগের কর্মীরা হঠাৎ তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করে মোবাইল নিয়ে যায় সময় সাংবাদিক হাসনাত তুহিন মাটিতে লুটেপরেন।ঘটনাস্থল থেকে পুলিশ নিরাপদ স্থানে নিয়ে গেলে কর্মরত সহকর্মী সাংবাদিকবৃন্দ তাকে ফেনীর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
হাসনাত তুহিন আরো বলেন, যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা বিনাকারণে হামলাকরে মোবাইল নিয়ে জান।হামলাকারীদের ভিডিও ফুটেজ সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আইনান্য ব্যবস্থা গ্রহণ করবেন বলে প্রতিবেদক কে জানিয়েছেন।