বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
বঙ্গবন্ধুর ভাষ্কর্য, বাড়িঘর ভাংচুর লুটপাট
সোনারগাঁয়ে আ’লীগ কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আওয়ামীলীগ কার্যালয় ও আওয়ামীলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। বাংলাদেশ লোক ও কারুশিল্প প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ও যুবলীগ নেতার বাড়িঘর ভাংচুর ও শ্রমিক নেতাসহ দুজনকে কুপিয়ে আহত করা হয়েছে। 

আজ সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশের বাহিরে চলে যাওয়ার পর বিক্ষুদ্ধ জনতা ঘরের বাইরে চলে আসে। এসময় বিক্ষুদ্ধ হয়ে অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট চালায়। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বিভিন্ন স্থান থেকে বিক্ষুদ্ধ জনতা বিকেল সাড়ে ৪টার দিকে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এসে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেয়। এক পর্যায়ে তারা সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে হামলা করে ভাংচুর চালায়। পরে চেয়ার টেবিল বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। 

এদিকে টিপুরদী এলাকায় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনির ব্যবসা প্রতিষ্ঠান সুলতান রিসাইকেল ইন্ড্রাট্রিজ লিমিটেডে হামলা চালায়। পরে আগুন ধরিয়ে দেয়। সোনারগাঁ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দুই ঘন্টার চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। পুরে কারখানে পুড়ে ছাই হয়ে যায়।

অপরদিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য, জামপুর ইউনিয়নের যুবলীগ নেতা মনির হোসেনের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। এছাড়াও আষাড়িয়ার চর এলাকা শ্রমিক লীগ নেতা আব্দুল হালিম ও মেহেদী হাসানকে কুপিয়ে আহত করে। 

আহতদের মধ্যে আব্দুল হালিমের অবস্থা আংশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। সোনারগাঁ থানা পুলিশের মোবাইলে কয়েকবার ফোন দিয়েও কোন সাড়া মেলেনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft