ফরিদপুরে পুলিশ-আন্দোলনকারীদের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৬:৪৯ অপরাহ্ন
ফরিদপুরে পুলিশের সাথে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের সংঘর্ষে পুলিশ ও ছাত্রসহ আহত হয় বেশ কয়েকজন। এ সময় পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ফরিদপুর মেডিকেল কলেজের ওই দিক থেকে কোটা আন্দোলনকারীরা শহর অভিমুখে রওনা দেয়। তারা শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় পৌঁছালে সেখানে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় সেখানে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতা কর্মীর উপস্থিত হয়। পুলিশ, আ.লীগ এবং কোটা আন্দোলনকারীদের সঙ্গে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ রাবার বুলেট ছেড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কোটা আন্দোলনকারীরা পিছু হটে আবার ফরিদপুর মেডিকেল কলেজের ভিতরে অবস্থান নেয়।
উভয়পক্ষের সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহতের ঘটনা ঘটে।