বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

অ্যাডভোকেট সাইফুলের জানাজায় হাসনাত-সারজিস    আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৬ জনসহ গ্রেফতার ২৭    সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল    অবশেষে ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি কার্যকর : বিভিন্ন দেশ স্বাগত জানিয়েছে     আমু-আনিসুল-কামরুল ফের রিমান্ডে    জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস    ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়   
আমু-আনিসুল-কামরুল ফের রিমান্ডে
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন

সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে ৩ দিন, সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে ৪ দিন ও সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে ৪ দিনসহ মোট ৭ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়াও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩ দিন এবং সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে ২ দিনের পুলিশ রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া পৃথক মামলায় রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (২৬ নভেম্বর) সকালে পুলিশ ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ।


একই সঙ্গে রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনএসআইয়ের সাবেক পরিচালক মনিরুল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ডিএমপির সাবেক ডিসি মশিউর রহমান, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।


এরপর সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পৃথক শুনানি শেষে এসব আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদের আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অপরদিকে আসামিপক্ষে মোরশেদ হোসেন শাহীন ও শ্রী প্রাণ নাথসহ কয়েক আইনজীবী শুনানিতে অংশ নেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft