বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
নীলফামারী প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৬:৪৩ অপরাহ্ন

নীলফামারী জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ চারজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার(২ আগষ্ট) দুপুর ১২টার দিকে জেলার নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা মোড়ের নয়া বাজার ও সকাল ১১টার দিকে জলঢাকা-রংপুর সড়কের কিশোরীগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের ধরেয়ার বাজার নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাছারি বাজার শাহপাড়া গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে উত্তরা ইপিজেডের শ্রমিক সুমন ইসলাম (২৭) ও তার ছোট ভাই সিয়াম হোসেন (২২) মোটরসাইকেল যোগে সৈয়দপুর শহরে সুমনের শ্বশুরবাড়ির দিকে যাচ্ছিলেন। তারা নয়াবাজার স্থান অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরির ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায়।অপরদিকে একই দিন সকাল ১১টার দিকে জেলার জলঢাকা থেকে খুচরা যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস রংপুর যাচ্ছিল। পথে জেলার কিশোরীগঞ্জ উপজেলার রনচন্ডি ইউনিয়নের ধরেয়ার বাজার নামকস্থানে বিপরিত দিক দিয়ে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। এতে মাইক্রেবাসের দুই যাত্রী নিহত ও চারজন আহত হয়। 

নিহতরা হলন- জেলার ডিমলা উপজেলার দক্ষিন গয়াবাড়ির মাঝাপাড়া গ্রামের নুরুল হকের ছেলে আনোয়ারুল ইসলাম(৩০) ও জলঢাকা উপজেলার উত্তর চেরেঙ্গা হাজীপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মাজেদুল ইসলাম মতিন (৪০)। আহত চারজনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পলাশ চন্দ্র মন্ডল জানান, এ ঘটনায় ট্রাক আটক হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শাহা আলম জানান, ঘাতক তেলবাহী লরিটি পালিয়ে গেছে। নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft