প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৪:৫৭ অপরাহ্ন
মাদারীপুরের শিবচরে এক আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ অর্থ-স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতরা।
গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহেরচর এলাকার হাজী আব্দুর রাজ্জাক মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
এসময় নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল এবং ঘরে থাকা কিছু ডলার লুট করে ডাকাতদল।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রাজ্জাক মোল্লার ঘরের দরজা ভেঙে ৫-৭ জনের একটি ডাকাতদল ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় ঘরে থাকা গৃহকর্তা রাজ্জাক মোল্লা, তার দুই ছেলে রিপন মোল্লা ও রাকিবুল মোল্লা এবং গৃহবধূদের জিম্মি করে বেঁধে ফেলে ডাকাতদল। পরে ঘরে থাকা ২০ ভরি স্বর্ণালংকার, নগদ ৭২ হাজার টাকা, ৮০ ডলার, ২টি মোবাইল সেট এবং ২ টি টর্চলাইট লুট করে পালিয়ে যায় তারা। এ সময় ঘরের আসবাবপত্র তছনছ করে রাখে ডাকাতদল। বাঁধা দিতে গেলে রিপন মোল্লার স্ত্রী পপি আক্তারকে লোহার রড দিয়ে আঘাত করে ডাকাতদলের সদস্য।
প্রবাসীর বাবা ভুক্তভোগী আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, ‘হঠাৎ ঘরের মধ্যে ঢুকে আমাদের সবাইকে জিম্মি করে। এসময় তাদের হাতে ছ্যান, রামদা ও লোহার রডসহ দেশীয় অস্ত্র ছিল। ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ডাকাতদল। ঘরের সবাইকে বেঁধে সবকিছু লুট করে নিয়ে যায়। আমার এক ছেলের স্ত্রীকে মারধরও করে। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন সুস্থ আছে।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।’