বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৫ কার্তিক ১৪৩১
 

আবারও নেপালকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ    রমজান উপলক্ষে নিত্যপণ্য আমদানি করবে সরকার    ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ    খরচ কমেছে হজের দুই প্যাকেজের    ৩৫ প্রত্যাশীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ    চাকরির বয়সসীমা ৩৫ চেয়ে ফের আন্দোলন    দেশে শেখ হাসিনা ও আ.লীগের জায়গা হবে না: ড. ইউনূস   
আত্রাইয়ে পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২৮ জুলাই, ২০২৪, ৮:২২ অপরাহ্ন

নওগাঁর আত্রাইয়ে পুকুর থেকে রাজু আহম্মেদ (২০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ। রাজু উপজেলার ফটোকিয়া গ্রামের আলম মন্ডলের ছেলে। মৃত রাজুর পিতা বাদি হয়ে আত্রাই থানায় অভিযোগ করেছেন।

আজ রোববার ২৮ জুলাই ময়না তদন্তের জন্য লাশ নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রাজু ২৭ জুলাই সকালে রাজমিস্ত্রির যোগারদারির কাজে সাইকেল নিয়ে বাড়ী থেকে বের হন। কাজ শেষে মনিয়ারি গ্রাম থেকে বিকাল আনুমানিক ৫ টায় বাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা পেড়িয়ে রাত গভীর হলেও তাকে বাড়ীতে না ফিরতে দেখে রাজুর পরিবারের লোকজন অনেক খোজাখুজি করে ব্যর্থ হন। ২৮ জুলাই রোববার সকাল আনুমানিক ১০ টায় রাজুর প্রতিবেশি চাচাত ভাই রাজুর পিতা আলম মন্ডলকে মোবাইলে জানান যে, নৈদীঘি গ্রাম সংলগ্ন পুকুরে রাজুর লাশ ভাঁসছে। 

রাজুর পিতা ও প্রতিবেশিরা জানান, রাজু দীর্ঘ সময় থেকে মৃগি রোগে ভুগছিল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নওগাঁ ক্রাইম এন্ড অপস এর অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান (পিপিএম)।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, দুই হাত দিয়ে সাইকেলের হ্যান্ডেল আঁকরে ধরা অবস্থায় পুকুর
থেকে রাজুর ভাঁসমান মৃতদেহ উদ্ধার করা হয়। রাজুর শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন বা ক্ষত পাওয়া যায়নি। অন্যকোন বিষয় আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft