বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৫ কার্তিক ১৪৩১
 

আবারও নেপালকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ    রমজান উপলক্ষে নিত্যপণ্য আমদানি করবে সরকার    ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ    খরচ কমেছে হজের দুই প্যাকেজের    ৩৫ প্রত্যাশীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ    চাকরির বয়সসীমা ৩৫ চেয়ে ফের আন্দোলন    দেশে শেখ হাসিনা ও আ.লীগের জায়গা হবে না: ড. ইউনূস   
প্রেসিডেন্ট পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন পেজেশকিয়ান
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুলাই, ২০২৪, ৮:০৪ অপরাহ্ন

এই মাসের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন মাসুদ পেজেশকিয়ান। আজ রোববার (২৮ জুলাই) ইসলামী প্রজাতন্ত্রের নবম প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। 

দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনি তার দপ্তরের পরিচালকের দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘আমি জ্ঞানী, সৎ, জনপ্রিয় এবং পাণ্ডিত্যপূর্ণ পেজেশকিয়ানের ভোট (পক্ষে) সমর্থন করি এবং আমি তাকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ প্রদান করছি।’

পেজেশকিয়ানের আগামী মঙ্গলবার পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।

অনুমোদন অনুষ্ঠানটি রাজধানী তেহরানে ইরানের সিনিয়র কর্মকর্তা এবং বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এবং রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচার করা হয়।

এর আগে গত ৬ জুলাই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেজেশকিয়ানকে বিজয়ী ঘোষণা করে। এদিন দেশটির আয়াতুল্লাহ আলি খামেনি নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে বেশ কিছু পরামর্শ দেন বলে জানায়।

জানা যায়, সর্বোচ্চ নেতা খামেনি নির্বাচন নিয়ে এক বার্তায় বলেছেন, জনগণ আবেগ ও উদ্দীপনা নিয়ে ‘অবাধ ও স্বচ্ছ নির্বাচনে’ অংশ নিয়ে পেজেশকিয়ানকে নির্বাচিত করেছেন। ইরানের শত্রুরা ভোট বয়কট করে যে বিশৃঙ্খলা তৈরির পায়তারা করেছিল, তা জনগণ ভোটে অংশগ্রহণের মাধ্যমে প্রতিহত করেছে।

মাসুদ পেজেশকিয়ানকে পরামর্শ দিয়ে ইরানের সর্বোচ্চ এই নেতা বলেন, নির্বাচনের সময় প্রতিযোগিতামূলক আচরণ থাকলেও এ সময়টিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির সুযোগ সৃষ্টি হয়। দেশের বস্তুগত ও আধ্যাত্মিক উন্নতির জন্য যে কেউ এ ধরনের চেষ্টা করে থাকেন। খামেনি পেজেশকিয়ানকে প্রায়ত প্রেসিডেন্ট রাইসির পথ অনুসরণের পরামর্শ দেন।

গত বুধবার নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষে খামেনি বলেছিলেন, এই ধাপে ভোটদান ‘প্রত্যাশার চেয়ে কম’ ছিল। এরপর দ্বিতীয় ধাপের নির্বাচন শেষে জনগণকে ধন্যবাদ দিয়ে বার্তা দিলেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক   ইরান   প্রেসিডেন্ট নির্বাচন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft