প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, ১০:২৬ অপরাহ্ন
জেলার সকল মসজিদে আজ বাদ জুম্মা দেশে শান্তিশৃংখলা বজায় রাখা,উন্নয়ন ও সমৃদ্ধি কামনা,দেশের প্রতি গভীর মমতা ও ভালোবাসা ,মানুষে মানুষে সম্প্রীতি, নৈরাজ্য ও সহিংসতা বন্ধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।
জেলা শহরের কোর্ট মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া করা হয়। সেখানে দোয়া পরিচালনা করেন ওই মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান।
এদিকে গোপালগঞ্জ জেলার সর্বত্র কর্ম চাঞ্চল্য বজায় রয়েছে। সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা কম। তবে যেহেতু জেলার কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটে নাই সাম্প্রতিক চাকুরী কোটা সংস্কারে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সেহেতু সান্ধ্য আইন শিথিল করায় ব্যবসা-বানিজ্য স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে।