প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, ৫:৩২ অপরাহ্ন
মেহেরপুরের গাংনীতে গোয়াল ঘরে অগ্নীকান্ডের ঘটনায় গৃহকর্তা আরমান আলী (৬৫) অগ্নিদগ্ধ হয়েছেন। বৃহষ্পতিবার (২৬ জুলাই) দিবাগত মধ্য রাতে উপজেলার কল্যাণপুর উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।
একই সময় তার একটি গরু ও একটি ছাগল দগ্ধ হয়ে মারা যায়। গোয়ালের মশা তাড়ানোর জন্য জ্বালানো ঘুটোর (শুকনো গোবরের জ্বালানী) আগুন থেকে এ অগ্নীকাণ্ডের সুত্রপাত বলে দাবী করেছেন গৃহকর্তা। অগ্নিদগ্ধ আরমান আলী বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অগ্নিদগ্ধ আরমান আলী জানান, মশা তাড়ানোর জন্য ঘুটোর আগুন জ্বালিয়ে তিনি ও পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত দেড়টার দিকে হঠাৎ গরু ছাগলের চিৎকারে জেগে উঠেন তিনি। এসময় আগুন গোয়াল ঘর থেকে ছড়িয়ে পড়েছে রান্না ঘরে। তড়িঘড়ি গোয়াল ঘরে রাখা গরু ছাগল বের করতে গিয়ে তিনি দগ্ধ হন। আগুনে দগ্ধ হয় দুটি গরু ও দুটি ছাগল। এর মধ্যে একটি ছাগল ও একটি গরুর মৃত্যু হয়েছে। এতে অন্ততঃ তিনলাখ টাকা ক্ষতি হয়েছে বলেও দাবী করেন তিনি।
বামন্দী ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর শেখ রুবেল জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। শুকনো গোবরের জ্বালানীর আগুন থেকে এ আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করছেন তিনি।