বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৫ কার্তিক ১৪৩১
 

আবারও নেপালকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ    রমজান উপলক্ষে নিত্যপণ্য আমদানি করবে সরকার    ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ    খরচ কমেছে হজের দুই প্যাকেজের    ৩৫ প্রত্যাশীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ    চাকরির বয়সসীমা ৩৫ চেয়ে ফের আন্দোলন    দেশে শেখ হাসিনা ও আ.লীগের জায়গা হবে না: ড. ইউনূস   
ঘোড়াশালে অটো চালকের লাশ উদ্ধার
পলাশ (নরসিংদী) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, ৫:২৫ অপরাহ্ন

নরসিংদীর পলাশে নাজমুল হক (৩৪) নামে এক অটো রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার ২৫ জুলাই সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের ভাগদী এলিট স্টিল মিলের সামনের সড়কের নিচ থেকে তার লাশ উদ্ধার করে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ। 

নিহত নাজমুল হক নরসিংদীর সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের বেলাব গ্রামের মৃত আব্দুস সালাম মাস্টারের ছেলে।

নিহতের স্বজন কামাল হোসেন জানান, গত বুধবার বিকেল তিনটার দিকে অটো রিকশা নিয়ে নিজ বাড়ি বেলাব গ্রাম থেকে বের হন নাজমুল হক। পরে বাসায় ফিরে না যাওয়ায় রাত দশটায় তার সাথে মুঠোফোনে শেষ কথা হয় তার স্ত্রীর। তখন সে তার স্ত্রীকে ঘোড়াশাল অবস্থান করছেন বলে জানান। কিন্তু রাতে সে বাসায় ফিরে আসেনি। তারপর থেকে স্বামীর  সাথে কথা বলার চেষ্টা করলেও মুঠোফোনটি বন্ধ পায়। খোঁজ পাচ্ছিলেন পরিবার ও স্বজনরা। তাকে কোথাও খুঁজে না পেয়ে আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে মাধবদী থানায় জিডি করে স্ত্রী। 

এদিকে বিকেল চারটার দিকে ঘোড়াশাল-পাঁচদোনা যাওয়ার পথে ভাগদী এলিট স্টিল মিলের সামনের সড়কের নিচে নাজমুল হকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে সন্ধার দিকে ঘটনাস্থল থেকে হাত ও মুখ বাঁধা অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

পলাশ থানার ওসি তদন্ত মো: জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ থানায় রয়েছে।  তার পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft