প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ৫:৪৯ অপরাহ্ন
গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ এলাকা এখন পর্যটক শূন্য। নিরাপত্তা জনিত কারনে সমাধি সৌধ এলাকায় কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সমাধি সৌধের তিনটি গেট তালাবদ্ধ করে রাখা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন দেশব্যাপী জোরদার হওয়ার পর শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি এবং তৎপরবর্তী সরকার কর্তৃক সান্ধ্য আইন জারী করা হয় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে।
সে সময় জাতির জনকের সমাধি সৌধ এলাকা নিরাপত্তা জনিত কারনে বন্ধ করে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মঈনুল হক বলেন, কারফিউ জারী হওয়ার পর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ এলাকায় জনসাধারন বা পর্যটকদের জন্য প্রবেশাধীকার রোহিত করা হয়। কবে নাগাদ প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে তা বলা যাচ্ছে না। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা পেলে জেলা প্রশাসকের পরামর্শ মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সেক্ষেত্রে আরো কয়েকদিন সময় লাগতে পারে জাতির পিতার সমাধি সৌধ এলাকা সর্বসাধারণের জন্য খুলে দেয়ার ব্যাপারে।