বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
অকাল বার্ধক্যের ছাপ রোধে করণীয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪, ৬:৩১ অপরাহ্ন

সময়ের সঙ্গে সঙ্গে ত্বকেও পরে বয়সের ছাপ; ত্বক কুঁচকে যায়, ঝুলে পড়ে, নানা দাগ দেখা দেয়। আজকাল অনেকের বয়সের আগেই ত্বকে বার্ধক্য ফুটে উঠছে। ত্বকের এই ঘাটতি পূরণ করতে পারেন স্বাস্থ্যকর জীবনযাপনে। জেনে নিন-

ত্বকে বার্ধক্য রোধে যা করবেন- খুব বেশি সূর্যের আলোয় গেলে ত্বকের ক্ষতি হতে পারে। ত্বকের কোষের ডিএনএ-র ক্ষতি করতে পারে অতিবেগুনি রশ্মি ত্বকের জন্য ক্ষতিকর। এ কারণে রোদে বের হওয়ার আগে সানস্ক্রিন, সানব্লক ব্যবহার করুন। 

ধূমপানের সঙ্গে সঙ্গে শরীরে বাসা বাঁধে টক্সিন। যা কোলাজেনের ক্ষতিসাধন করে এবং ত্বকের নমনীয়তা নষ্ট করে দেয়। এমনকী ধূমপান রক্তপ্রবাহের গতি কমিয়ে দেয়। ত্বককে অক্সিজেন থেকে বঞ্চিত করে। এর ফলে কম বয়সেই চামড়ায় ভাঁজ পড়ে। এ কারণে ধূমপানের অভ্যাস ত্যাগ করুন। 

প্রক্রিয়াজাত খাবার, চিনিজাতীয় খাবার ও অস্বাস্থ্যকর চর্বিও ত্বকের জন্য খুবই ক্ষতিকারক। ত্বক ভালো রাখতে এসব খাবার এড়াতে হবে। 

পুষ্টিকর খাবার না খেলে ত্বকের বর্ণ এবং ত্বকের ঘনত্বও কমে যায়। এ কারণে খাদ্যতালিকায় পুষ্টির খাবার রাখা জরুরি। 

পর্যাপ্ত না ঘুমালে ডার্ক সার্কেল, ফোলাভাব এবং সূক্ষ্ম রেখা পড়ে ত্বকে। তাই ত্বকের বার্ধক্য ঠেকাতে প্রতিদিন পর্যাপ্ত ঘুম প্রয়োজন।

অতিরিক্ত চিন্তা করলে কর্টিসোলের উৎপাদন বাড়ে। যা প্রদাহ বাড়ায় এবং কোলাজেন ভেঙে দেয়। ফলে,ত্বক কুঁচকে যেতে পারে ত্বক। চিন্তা কমাতে তাই নিয়মিত মেডিটেশন করুন। 

অনেকে মেকআপ না তুলেই ঘুমাতে যান বা ত্বক ভালো রাখতে রাসায়নিকযুক্ত নানা ধরনের পণ্য ব্যবহার করেন। এতেও ত্বকের ক্ষতি হয়। ত্বকের যত্নে ঘরোয়া উপাদান ব্যবহার করুন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft