প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪, ৬:২৪ অপরাহ্ন
কোটা আন্দোলনের সারাদেশে ব্যাপক সহিংসতা হলেও মানিকগঞ্জে শহীদ রফিক সড়কে হয়েছে ত্রিমুখী সংঘর্ষ। ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সাধারণ শিক্ষার্থীসহ আহত হয়েছে প্রায় ৪০ জন।
আহতদের মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল, মুন্নু মেডিকেল কলেজ আহাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
দেশব্যাপী কারফিউ জারির পর বুধবার মানিকগঞ্জের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল থেকে মানিকগঞ্জের বিভিন্ন সড়কে যান চলাচল বেড়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনাসদস্য, র্যাব ও পুলিশের টহল দেয়া অব্যাহত রয়েছে।
রাস্তায় অল্প অল্প গণপরিবহন চলছে পাশাপাশি সকল ধরনের যানবাহন কিছু কিছু চলছে দোকানপাট প্রায় ৩০ শতাংশ খুলেছে আশা করা যাচ্ছে দুই একদিনের মধ্যেই সকল দোকানপাট খুলে যাবে।
অন্যদিকে, টানা আন্দোলনের জন্য বেড়ে গেছে কাঁচা সবজি মাছ মাংসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। নিম্নয়ের মানুষ খুব কষ্ট জীবন যাপন করছেন। দিনমজুর, রিক্সাচালক তাদের সারাদিন কাজ করেও খাবারের টাকা আয় হচ্ছে না।
রিক্সা চালক ছলিমুদ্দিন বলেন, সারাদিন রিক্সা চালাইয়া আগে ১০০০ টাকা কামাই করতাম, বর্তমানে ৩০০ টাকা কামানো যায় না। এই টাকা থেকে দিয়ে ২০০ টাকা রিক্সা ভাড়া দিতে হয় বাকি ১০০ টাকা দিয়ে খাবার কিনা সম্ভব হয় না। দ্রুত এর সমাধান হোক এটাই আমাদের দাবি অন্যথায় আমাদের না খেয়ে থাকতে হবে।