প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৬:৫১ অপরাহ্ন
দেশে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে আজও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এরইমধ্যে বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে। সব মিলিয়ে উত্তাল রাজধানী। রাজধানীর উত্তরায় এখন পর্যন্ত প্রাণ গেল চারজনের।
পূর্বঘোষিত 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচির অংশ হিসেবে উত্তরা-আজমপুর এলাকায় সড়ক অবরোধ করতে গেলে আইনশৃ্ঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলিতে শিক্ষার্থী-পথচারীসহ চারজন নিহত হয়েছেন।
একইসঙ্গে আহত আরও শতাধিক হাসপাতালে চিকিৎসাধীন।
আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে কুয়েত মৈত্রী হাসপাতালের সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আহত হয়ে প্রায় অর্ধশত মানুষ আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন।