প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৪:০৬ অপরাহ্ন
দিনাজপুরের ঘোড়াঘাটে কোটা সংস্কার আন্দোলনের ‘‘শাট ডাউন’’ কর্মসূচীকে ঘিরে পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
গতকাল বুধবার রাতে কোটা বিরোধী ও কোটা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা ও খুনের বিচার এবং কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার দাবিতে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে ‘‘কমপ্লিট শাটডাউন’’ সর্বাত্বক অবরোধ কর্মসূচী ঘোষণা করা হয়।
এ কর্মসূচীর চলাকালে আজ দিনাজপুরের ঘোড়াঘাটে ২/১টি যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা গেলেও দুরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এ ছাড়া ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচল তুলনামূলক খুবই কম ছিল।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, অনাকাঙ্খিত ঘটনা নিয়ন্ত্রনে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম জানান, পুলিশ ও উপজেলা প্রশাসনের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি মাঠে কাজ করছে।
অপরদিকে, আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত¡রে মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ড ও নাতি-নাতনি পোষ্যবৃন্দের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান, পোষ্য ও নাতী-নাতনীদের সরকারি কার্যক্রমে কোটা বহাল রাখার দাবিতে বীর মুক্তিযোদ্ধাদের মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জগদীস চন্দ্র রায়, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান ভোলা প্রমুখ।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি সহ অনেকে উপস্থিত ছিলেন।