প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৬:০৭ অপরাহ্ন
বর্ষায় পেটের সংক্রমণ লেগেই থাকে। এ কারণে এ সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রয়োজন। সেক্ষেত্রে পেটের প্রদাহ কমাতে ঘরোয়া প্রতিকার হিসেবে বেছে নিতে পারেন বিভিন্ন ধরনের ভেষজ চা। যেমন-
লেবু চা: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে বাড়াতে লেবু চায়ের তুলনা নেই। অন্ত্রের ব্যাকটেরিয়া বা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এই চা।
মেন্থল চা: পেপারমিন্ট অন্ত্র থেকে অতিরিক্ত গ্যাস শোষণ করে পেটের সংক্রমণ কমাতে ভূমিকা রাখে। এটির একটি প্রশান্তিদায়ক প্রভাব রয়েছে যা ব্যথা উপশম করতে পারে।
রসুন চা: এই চা পেটের সংক্রমণ-সৃষ্টিকারী নানা ধরনের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করতে পারে।
আদা চা: আদায় থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য আপনাকে পেটের সংক্রমণ থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে। এটি পেটের ব্যথাও কমাতে পারে।
দারুচিনি চা: চায়ে দারুচিনি মিশিয়েও খেতে পারেন। এই চা খুশখুশে কাশিও দূরে করে, সেই সঙ্গে পেটের জ্বালাও কমায়।