প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৫:৪৫ অপরাহ্ন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফেডারেল সরকার।
আজ সোমবার (১৫ জুলাই) ইসলামাবাদে সংবাদ সম্মেলনে শাহবাজ শরীফ সরকারের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এমন ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, ‘দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয় তবে পিটিআইয়ের অস্তিত্ব দিয়ে তা করা যাবে না, পিটিআই এবং পাকিস্তান সহাবস্থান করতে পারে না। '
তিনি আরও বলেন, ফেডারেল সরকার পিটিআইকে নিষিদ্ধ করার জন্য একটি পিটিশন দায়ের করতে সুপ্রিম কোর্টে যাবে। দলটির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য প্রমাণের আলোকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর দ্য ডনের।
সমালোচকেরা জানিয়েছেন, জাতীয় পরিষদে ইমরান খানের দলটি যাতে একক সংখ্যাগরিষ্ঠতা আর না পেতে পারে সেই জন্যই এমন পদক্ষেপ নেয়া হয়েছে। দলটির প্রধান ইমরান খান ইদ্দত মামলায় জামিন পাওয়ার পরপরই এমন পদক্ষেপ নিয়েছে শাহবাজ সরকার।
তথ্যমন্ত্রী আরও বলেন, সরকারের পক্ষ থেকে আর্টিকেল ৬ এর অধীনে রাষ্ট্রদ্রোহের অভিযোগে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তারার।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির জাতীয় নির্বাচন অনুাষ্ঠিত হওয়ার আগে পিটিআই-এর নতুন কার্যনির্বাহী কমিটিকে স্বীকৃতি দেয়নি জাতীয় নির্বাচন কমিশন (ইসিপি)। এমনকি নির্বাচনে পিটিআইয়ের প্রার্থীদের দলটির প্রতীক ক্রিকেট ব্যাট ব্যবহার করতেও দেয়া হয়নি।