বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৫ কার্তিক ১৪৩১
 

আবারও নেপালকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ    রমজান উপলক্ষে নিত্যপণ্য আমদানি করবে সরকার    ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ    খরচ কমেছে হজের দুই প্যাকেজের    ৩৫ প্রত্যাশীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ    চাকরির বয়সসীমা ৩৫ চেয়ে ফের আন্দোলন    দেশে শেখ হাসিনা ও আ.লীগের জায়গা হবে না: ড. ইউনূস   
নড়াইলে বিষপানে কলেজছাত্রের আত্মহত্যা
নড়াইল প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১৪ জুলাই, ২০২৪, ৪:৪০ অপরাহ্ন

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিষপান করে চয়ন মাঝি (২০) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। আজ রোববার (১৪ জুলাই) ভোরে ঢাকার একটি বেসরকারি  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ৯ জুলাই বিকেলে বিষপান করেন ওই কলেজছাত্র।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত চয়ন মাঝি লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া গ্রামের চঞ্চল মাঝির ছেলে এবং দিঘলিয়ার নবগঙ্গা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে চয়ন মাঝি বাড়ি থেকে কলেজে পরীক্ষা দিতে যান। পরীক্ষা শেষে বিকেলে বাড়ি ফিরে তিনি বিষপান করেন। পরে পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরে ঢাকায় নিয়ে ৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার (১৪ জুলাই) ভোরে তিনি মৃত্যুবরণ করেন। তবে ওই কলেজছাত্র কী কারণে বিষপান করেছেন তার পরিবার জানাতে অনিচ্ছা প্রকাশ করেন।

ওসি কাঞ্চন কুমার রায় জানান, বিষপানে কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি শুনেছি। ঢাকাতে মারা যাওয়ায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft