প্রকাশ: রোববার, ১৪ জুলাই, ২০২৪, ৩:১৯ অপরাহ্ন
মেহেরপুরের গাংনী উপজেলার পূর্বমালসাদহ-বারাদি সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত দশটার দিকে ঘন্টা ব্যাপি ডাকাতরা মাছ ব্যবসায়ীসহ পথচারীদেরকে অস্ত্রের মুখে জিম্মী করে পাখিভ্যান ও নগদ টাকা লুট করে। খবর পেয়ে গাংনী থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ও লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্ঠা করছে।
ডাকাতের কবলে পড়া হাড়িয়াদহ গ্রামের জিয়ারুল ইসলাম গাংনী হাট থেকে পাখিভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। ওই সড়কের সরোয়ার হোসেনের ইটভাটার কাছে পৌছুলে অস্ত্রধারী কয়েকজন ডাকাত পথরোধ করে। তার হাত-পা ও চোখ বেঁধে রাস্তার পাশে ফেলে রাখে ও বেদম প্রহার করে। প্রায় দু’ঘন্টা ধরে ডাকাতদল সড়কে চলাচলকারীদের কাছ থেকে টাকা ও মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। যাওয়ার সময় জিয়ারুলের ব্যাটারি চালিত পাখি ভ্যানটি নিয়ে যায়। জিয়ারুল পরে কৌশলে হাতে পায়ের বাধন খুলে বাড়িতে এসে গ্রামের লোকজনকে ও পুলিশকে জানায়।
এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তাজুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনাটি জানতে পেরে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।