প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৭:০৬ অপরাহ্ন
দূর্নীতি,লুটপাট, ভূমি দখল, কবরস্খান দখল, পাহাড় দখল, মায়ের মাজার শেরপুর সরকারি জায়গা, রৌমারী এলসি রোড় তুরা রোড়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নামীয় শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ড টাঙ্গিয়ে ব্যক্তিগত মালিকানা ও এক নং খতিয়ানভুক্ত জমি দখল, সহকারি কমিশনার ভূমি এর কার্যালয়ের জমি দখল, উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের জমি দখল করে বহুতল ভবন নির্মাণ, দাঁতভাঙ্গা বাজারস্ত পাগলার মাজার ও একটি হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন সরকারি জায়গা বেদখল, চর শৌলমারী ইউনিয়নের পাকা রাস্তা সংলগ্ন একটি বিদ্যুৎ সোলার প্লান স্থাপনের নামে জমি দখল, রৌমারী উপজেলার বৃহত্তর গরু-মহিষের হাট-বাজারটি মন্ত্রী থাকাকালিন সময় হতে অদ্যবদি ভাই ও ছেলের নামে ইজারা গ্রহণ করে জোরপূর্বক দ্বিগুণ টোল আদায় সহ নানা বিষয়ে অভিযোগ তুলেধরে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামীলীগের আংশিক কমিটির সভাপতি জাকির হোসেন এর বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন করেন উপজেলা আওয়ামীলীগের আংশিক কমিটির একটি পক্ষ।
আজ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবিদ শাহনেওয়াজ তুহিন।
তিনি আরো বলেন, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর জাকির হোসেনকে বারবার সতর্ক করা হলেও তিনি সভাপতির ক্ষমতা ব্যবহার করে একটার পর একটা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এহেন কর্মকান্ডে দল ও সরকারের ভাবমুর্তি চরম ভাবে ক্ষুন্ন হচ্ছে এবং তার অপকমর্মের দায়ভার উপজেলা আওয়ামীলীগ বহন করবে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম মিনু ও রফিকুল ইসলাম শাহিন, সাবেক সহ-সভাপতি এন আর জাহাঙ্গীর রগু, ইউনিয়ন সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার ও মোসলেম উদ্ধিন, সংগঠনিক সম্পাদক এসএমএ মতিন ও মাইদুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক আফজাল হোসেন বিপ্লবসহ আওয়ামীলীগের সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।