বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৫ কার্তিক ১৪৩১
 

আবারও নেপালকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ    রমজান উপলক্ষে নিত্যপণ্য আমদানি করবে সরকার    ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ    খরচ কমেছে হজের দুই প্যাকেজের    ৩৫ প্রত্যাশীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ    চাকরির বয়সসীমা ৩৫ চেয়ে ফের আন্দোলন    দেশে শেখ হাসিনা ও আ.লীগের জায়গা হবে না: ড. ইউনূস   
মূলধন কমলেও লেনদেন বেড়েছে
মোহাম্মদ তারেকুজ্জামান:
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৭:১৪ অপরাহ্ন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে। তবে টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে মূল্য সূচকও। ডিএসইতে সদ্য বিদায়ী সপ্তাহের (৭ জুলাই-১১ জুলাই) বাজার পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহে বাজার মূলধন হয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৬৫২ কোটি ৬৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে যা ছিল ৬ লাখ ৭১ হাজার ৬৩ কোটি ২৫ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৭ হাজার ৪১০ কোটি ৬২ লাখ টাকা।

ডিএসই সূত্রে আরো জানা গেছে, বিদায়ী সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৪৪৭ কোটি ৯৫ লাখ টাকা। এর আগের সপ্তাহে যা ছিল ২ হাজার ৪৬৩ কোটি ৩০ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে মোট লেনদেন বেড়েছে ১ হাজার ৯৮৪ কোটি ৬৪ লাখ টাকা। এদিকে বিদায়ী সপ্তাহে গড়েও লেনদেন বেড়েছে। আলোচিত সপ্তাহে গড়ে লেনদেন হয়েছে ৮৮৯ কোটি ৫৯ লাখ টাকা। এর আগের সপ্তাহে যা ছিল ৬১৫ কোটি ৮২ লাখ টাকা। এক্ষেত্রে লেনদেন বেড়েছে ২৭৩ কোটি ৭৭ লাখ টাকা।

ডিএসই সূত্র বলছে, ডিএসই প্রধান সূচক-ডিএসইএক্স বিদায়ী হয়েছে ৫ হাজার ৫০৭ পয়েন্ট। এর আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ৪৯৮ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ৯ পয়েন্ট। ডিএস৩০ সূচক বিদায়ী সপ্তাহে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪২ পয়েন্ট। এর আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ৯৫১ পয়েন্ট। এক্ষেত্রে সূচক কমেছে ৯ পয়েন্ট। ডিএসই শরিয়াহ্ সূচক-ডিএসইএস বিদায়ী সপ্তাহে হয়েছে ১ হাজার ২০৮ পয়েন্ট। এর আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ২০৯ পয়েন্ট। এক্ষেত্রে সূচক কমেছে ১ পয়েন্ট।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে মোট ৩৯৬টি কোম্পানি লেনদেনে অংশগ্রহণ করেছে; যার মধ্যে দর বেড়েছে ২২০টির, অপরিবর্তিত ছিল ২২টির এবং ১৫৪টি কোম্পানির দর কমেছে।   

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি- দেশবন্ধু পলিমার লিমিটেড, গ্লোবাল হেভি ক্যামিক্যালস লিমিটেড, সালভো ক্যামিকেল, রিপাবলিক ইন্স্যুরেন্স, আফতাব অটোমোবাইলস লিমিটেড, এনআরবি ব্যাংক, বিচ হ্যাচারি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কাট্টালি টেক্সটাইল লিমিটেড এবং এইচআর টেক্সটাইল।

দরপতনের শীর্ষ ১০ কোম্পানি- আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড, ইউনিলিভার কনসিউমার কেয়ার লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, লিনডেবিডি ও সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
   

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft