প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ২:০৩ অপরাহ্ন
নওগাঁর মহাদেবপুর উপজেলার সবচেয়ে বড় ধান-চাল ব্যবসায়ী ওসমান এগ্রো লিমিটেডের মালিকের কাছ থেকে পাওনা ৩৫ কোটি টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ধান ব্যবসায়ী ও কৃষকরা।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ী ও কৃষকরা এই মানববন্ধন করেন।
মানবন্ধনে ধান ব্যবসায়ী ও কৃষকরা বলেন, ধান-চাল ব্যবসায়ী ওসমান গনীর কাছ থেকে ব্যবসায়ীক লেনদেনের সুবাদে প্রায় ২৫০ জন ক্ষুদ্র ধান ব্যবসায়ী ও কৃষক ৩৫ কোটি টাকা পাওনা। কিন্তু তিনি টাকা না দিয়ে লাপাত্তা হয়ে হঠাৎ করে নিজেকে দেউলিয়া দাবি করেছেন। অথচ রাজধানীরসহ বিভিন্ন জায়গায় তার সম্পদের পাহাড় রয়েছে। তাই অবিলম্বে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে পাওনাদারদের টাকা ফেরত দেওয়ার
দাবি জানান প্রশাসনের কাছে।
পরে ভুক্তভোগীরা ওসমান গণির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদের টাকা ফেরতের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেন।